Inqilab Logo

ঢাকা, শুক্রবার ২৪ মে ২০১৯, ১০ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৮ রমজান ১৪৪০ হিজরী।

তারাকান্দায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ৯:৩১ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে খড়িয়া নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহতরা হল- মিজানুর (৫) ও আকাশ (৫)। সম্পর্কে তারা মামা-ভাগিনা।

নিহতের পারিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুলাল মিয়ার ছেলে আকাশ নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে আব্দুল হামিদের ছেলে মামা মিজানুর ও বোন হ্যাপিকে নিয়ে নদীতে গোসল করতে যায়। পরে স্বজনরা তাঁদের নদীতে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে বিকাল ৩ টার দিকে আকাশ ও মিজানুরকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ