Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭ ফাল্গুন ১৪২৫, ১৩ জামাদিউস সানি ১৪৪০ হিজরী।
শিরোনাম

মুম্বাইয়ের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৮, ১২:৪৭ পিএম

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এতে আহত হয়েছেন ১৬ জন।

প্রাথমিক তাদের পরিচয় নিশ্চিত সম্ভব হয়নি। জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ।

বুধবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অফিস। দ্রুত অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে যোগ দেয় পুলিশ, বৈদ্যুতিক প্রকৌশলীরাও।

অগ্নিকাণ্ডের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্রিস্টাল টাওয়ার নামে বহুতল ওই আবাসিক ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। মুম্বাইয়ের পারেলের হিন্দমাতা সিনেমা হলের পাশেই ভবনটি অবস্থিত।

অগ্নিকাণ্ডের পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভবনের উপরের তলায় জড়ো হন। এ সময় তাদের উদ্ধারে ক্রেন ব্যবহার করা হয়।

গত বছরের ডিসেম্বরে মুম্বাইয়ের কমলা মিলস এলাকার একটি রুফটপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ