Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সর্বরোগের ওষুধ কালোজিরা

মুনশী আবদুল মাননান | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

কালোজিরা লতাপাতা জাতীয় এক ধরনের উদ্ভিদ। এর চারাগাছ অনেকটা গুয়ামৌরির চারাগাছের মতো। এর বীজ ওষুধ ও মসলা হিসেবে ব্যবহৃত হয়। বীজ থেকে তেলও হয়। ওষুধ হিসেবে তাও ব্যবহৃত হয়। বলা হয়, কালোজিরা সর্বরোগের ওষুধ। মহানবী সা. কালোজিরার ওষুধিগুণ সম্পর্কে অবিস্মরণীয় মন্তব্য করেছেন একাধিক হাদিসে। হজরত আবু হোরায়রা রা. থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, হজরত আবু সালামাহ রা.। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : ‘তোমরা এই কালোজিরা ব্যবহার করবে। কেননা, এতে একমাত্র মৃত্যুরোগ ছাড়া সর্বরোগের শেফা রয়েছে।’ তার এই বাণী কতটা সত্য, তার প্রমাণ পেয়েছেন ইউনানি চিকিৎসাবিশেষজ্ঞরা। মানবদেহের প্রায় এমন কোনো রোগ নেই, যার উপশম বা আরোগ্য কালোজিরায় হয় না। উচ্চ ও নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরা বিশেষভাবে সহায়তা করে। শ্বাসনযন্ত্র সংবহন এবং ইমিউন সিস্টেম, পেট, অন্ত্র, কিডনি ও লিভার সম্পর্কিত রোগের চিকিৎসা করে। ডায়াবেটিক রোগীদের শর্করা কমিয়ে আনতে সাহায্য করে। মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। স্মরণশক্তি বাড়িয়ে দিতে কার্যকর ভ‚মিকা রাখে। সর্দি, কাঁশি, কফ সারাতে অব্যর্থ। পক্ষাঘাত ও কম্পন রোগে এর তেল বিশেষভাবে উপকারী। যৌনব্যাধি ও স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য কালোজিরা উৎকৃষ্ট প্রতিষেধক। এটি পুরাতন জ্বর, মুত্রথলিতে পাথর, জন্ডিস রোগের ক্ষেত্রে অন্ত্যন্ত কার্যকর। ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও এর কার্যকারিতা প্রমাণিত। মায়েদের দুধের প্রবাহ ও স্থায়িত্ব বৃদ্ধিতেও কালোজিরা সহায়তা করে। এ ছাড়া প্রসূতির বিভিন্ন রোগ উপশমকারী। বিভিন্ন ধরনের ব্যথা-বেদনা, বিশেষ করে শরীর, মাথা, গলা ও দাঁতের ব্যথা নিরাময়ে খুবই কার্যকর। শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধিতে কালোজিরা সাহায্য করে।
দেখা যাচ্ছে, ছোটোখাট থেকে শুরু করে গুরুতর অনেক রোগেই কালোজিরা মহৌষধ হিসেবে কার্যকর। হজরত আনাস রা. বর্ণিত একটি হাদিসে রাসূল সা. বলেছেন : যখন রোগযন্ত্রণা খুব বেশি কষ্টদায়ক হয়, তখন এক চিমটি পরিমাণ কালোজিরা নিয়ে খাবে। অতঃপর পানি ও মধু পান করবে।
কালোজিরা আমাদের দেশে সর্বত্রই পাওয়া যায়। এখানে কালোজিরার উৎপাদনও হয়। দাম খুব বেশি নয়। কিন্তু আমরা অনেকেই জানিনা কী এর গুণাগুণ। রাসূল সা.-এর নির্দেশনা ও চিকিৎসাবিধান অনুযায়ী কালোজিরা ব্যবহার করে আমরা সহজেই বিভিন্ন রোগব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারি, উপকার পেতে পারি।



 

Show all comments
  • suvongkor mondal ২৫ আগস্ট, ২০১৮, ১১:৪৪ এএম says : 0
    কালো জিরা খেয়ে আমার খুবই উপকার হয়েছে।আপনারা খান উপকার পাবেব
    Total Reply(0) Reply
  • Harum ২৫ আগস্ট, ২০১৮, ১১:৫৬ এএম says : 1
    Hadith e Kalio jirar kotha bola ase
    Total Reply(0) Reply
  • আমিন ২৫ আগস্ট, ২০১৮, ১১:৫৮ এএম says : 0
    মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ কালোজিরা
    Total Reply(0) Reply
  • আমির ২৫ আগস্ট, ২০১৮, ১১:৫৯ এএম says : 0
    কালোজিরার সাথে কালোজিরার তেল ও সমান উপকারী
    Total Reply(0) Reply
  • শবদুল বিশ্বাস ২৫ আগস্ট, ২০১৮, ১২:০২ পিএম says : 0
    প্রতিদিন সকালে এক চিমটি কালোজিরা ও এক গ্লাস পানি বাসি পেটে খেলে অনেক উপকার পাওয়া যায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন