Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

এই প্রথম বঙ্গবন্ধু সেতু টোল আদায়ের ক্ষেত্রে রেকর্ড করেছে। একদিনে সর্বোচ্চ আড়াই কোটি টাকার বেশি আদায় হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঙ্গবন্ধু সেতুর দিয়ে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার যানবাহন বেশি চলাচল করায় বেশি টোল আদায় হয়।
বঙ্গবন্ধু সেতুর সহকারি প্রকৌশলী আহসানুল কবীর সাংবাদিকদের জানান, ঈদের আগে ১৭ আগস্ট প্রায় ৩৩ হাজার যানবাহন সেতু ব্যবহার করেছে। ফলে মাত্র একদিনে দুই কোটি ৫৮ লাখ টাকা টোল আদায় করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এর আগে সেতু থেকে এতো বড় অঙ্কের টোল আদায় হয়নি। প্রতিদিন গড়ে ১৬ থেকে ১৭ হাজার যানবাহন চলাচল করে।
সেতু কর্তৃপক্ষের হিসাবে গত ২০ আগস্ট দুই কোটি ২৯ লাখ ৪৩ হাজার ৩৯০ টাকা টোল আদায় হয়। ওই দিন সেতু দিয়ে ছোট-বড় ৩২ হাজার ৫২৭টি যানবাহন চলাচল করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ