Inqilab Logo

ঢাকা, শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ০৯ ভাদ্র ১৪২৬, ২২ যিলহজ ১৪৪০ হিজরী।

স্বল্প বিরতির নাটক সাদাফুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:৫৪ এএম

সুমন আনোয়ার-এর রচনা ও পরিচালনায় নাটক ‘সাদাফুল’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯টা ০৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম প্রমুখ। বিয়ের দুই বছর পর হঠাৎ লতার বাসায় তার প্রাক্তন প্রেমিক এসে উপস্থিত। আর তখনই বাড়িতে লতার স্বামীর আগমনে যথারীতি স্বামী আনিস ও লতার ঝগড়া, এই সুত্র ধরে তাদের দাম্পত্য কলহ বাড়তে থাকে। কলহ এমন জাযগায় গিয়ে উপস্থিত হয় যে, তাদের সংসারটাই আর টিকবে না। সে রকম একটা সময়ে হঠাৎ লতার মনে হলো, কেন এসেছিল পুরনো ভালবাসাটা তার কাছে, তার সাথে একদিন দেখা করে আনিসের সাথে সংসার বিষয়ে কথা বলবো। বাকীটা জানা যাবে নাটকের শেষে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক

১৯ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন