Inqilab Logo

শুক্রবার, ২০ মে ২০২২, ০৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

নাটোর সড়ক দুর্ঘটনায় হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ২:৫৯ পিএম
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে প্রত্যাহার করে বগুড়া অফিসে সংযুক্ত করা হয়েছে। এদিকে মহাসড়কে অবৈধ পরিবহন বন্ধে আজও অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এ দুর্ঘটনায় তিন সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি  বগুড়া থেকে তদন্তের উদ্দেশে নাটোরের পথে রওনা হয়েছেন।  
 
হাইওয়ে পুলিশের বগুড়া জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন জানান, গত ২৫শে আগস্ট লালপুর উপজেলার কদিমচিলান নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হন। এ ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করে বগুড়া অফিসে সংযুক্ত করা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ