Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রিহ্যাব থেকে সাময়িক ছাড়া পেলেন ডেমি লোভাটো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

গায়িকা ডেমি লোভাটো ছয় বছর আসক্তিমুক্ত থাকার পর গত মাসে আবার অতিরিক্ত মাদক সেবনের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জানা গেছে সেখান থেকে তিনি সাময়িকভাবে বেরিয়ে শিকাগোতে এক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছেন। লোভাটো তার মায়ের সঙ্গে রিহ্যাব ছেড়ে নিজের বিমানে করে সেই বিশেষজ্ঞ’র কাছে যান। এই বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তি মুক্তির চিকিৎসায় বিশেষায়িত। তিনি অচিরেই সেখান থেকে রিহ্যাবে ফিরবেন। প্রায় সপ্তাহ খানেক আগে তিনি সেখানে ভর্তি হন। তার আগে কয়েক সপ্তাহ তাকে সেডার্স-সাইনাই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। রিহ্যাবে তার পরিবারের সদস্যরা তার পাশে আছেন। জুনে মুক্তি পাওয়া তার গান ‘সোবার’-এর মাধ্যমে লোভাটো তার আবার মাদকে নির্ভর করার বিষয়টি সবার কাছে অকপটে স্বীকার করেছেন। এক সপ্তাহ আগে তিনি দক্ষিণ আমেরিকার ছয় মহানগরে সামনের শরতে ‘টেল মি ইউ লাভ মি ট্যুর’ বাতিলের ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ