Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের এলাহাবাদের একটি কো-অপারেটিভ ব্যাংক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে। রাহুল শুধু একা নন, দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাকে পাঠানো হয়েছে মানহানির নোটিশ। এলাহাবাদ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান অজয় প্যাটেল কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে ব্যাংকের নামে মিথ্যা ও ভ্রান্তকর অভিযোগ আনার জন্য মানহানির মামলাটি করেন৷
উল্লেখ্য, নোটবন্দির পর এলাহাবাদের এই কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন রাহুল গান্ধী ও রণদীপ সিং সুরজেওয়ালা৷
তাঁদের অভিযোগ ছিল, ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকা নোটবাতিল ঘোষণার পাঁচ দিন পর ৭৫০ কোটি টাকার পুরানো নোট বদলে ফেলা হয় এই কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে৷
প্রথম বিষয়টি সামনে আনেন মুম্বাইয়ের এক সমাজকর্মী৷ যিনি আরটিআই ফাইল করে এলাহাবাদের ওই কোঅপারেটিভ ব্যাংকের লেনদেন জানতে চান৷ এই পরিপ্রেক্ষিতে নাবার্ডকে মুখ খুলতে হয়৷ এই আরটিআইকে হাতিয়ার করে প্রথমে সুরজেওয়ালা ও পরে রাহুল গান্ধী সোচ্চার হন৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাহুল গান্ধী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ