Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আসামে বাদপড়া ১০ শতাংশের তথ্য পুনর্যাচাইয়ের আদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আসামে নাগরিক নিবন্ধনের (এনআরসি) খসড়া তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে ১০ শতাংশের তথ্য পুনর্যাচাইয়ের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আরএফ নারিমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বিচারপতিদ্বয় বলেন, আদালতের সন্তুষ্টির জন্য ‘নমুনা জরিপ’ হিসেবে এনআরসি থেকে বাদ পড়াদের তথ্য পুনর্যাচাই করতে হবে। এর সময়সীমা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। এর আগে খসড়া এনআরসি থেকে বাদ পড়াদের আপত্তি ও দাবি জানানোর সর্বশেষ সময়সীমা ধরা হয়েছিল ৩০ আগস্ট। ঘোষিত আদেশে বিচারপতিদ্বয় এ সময়সীমা আরো বাড়িয়েছেন। নাগরিকত্ব যাচাইয়ে কেন্দ্রের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) বেশকিছু পরস্পর বিরোধিতা ধরা পড়ায় এ আদেশ দেন আদালত। এছাড়া খসড়া তালিকায় অন্তর্ভুক্তিতে নাগরিকত্বের দাবিদার ব্যক্তিদের আইনি দলিল পরিবর্তনের সুযোগ দিতে ভারত সরকার যে প্রস্তাবনা দিয়েছে, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন আদালত। এক্ষেত্রে যারা এনআরসি খসড়া তালিকায় যুক্ত হতে চায়, তাদের কেন নতুন করে অতিরিক্ত নথিপত্র জমা দিতে হবে, সে বিষয়ে বিশদ বিবরণসহ প্রতিবেদন জমা দিতে এনআরসি কার্যক্রমের সমন্বয়ক প্রতীক হাজেলাকে আদেশ দিয়েছেন আদালত। এনআরসির দ্বিতীয় খসড়া প্রকাশ হয় চলতি বছরের ৩০ জুলাই। আসামের ৩ কোটি ২৯ লাখ বাসিন্দার মধ্যে এতে ঠাঁই হয় ২ কোটি ৮৯ লাখের। বাদ পড়ে যায় ৪০ লাখ ৭০ হাজার ৭০৭ জন। এর মধ্যে একেবারেই বাদ পড়ে গেছে ৩৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জনের নাম। অন্তর্ভুক্তি স্থগিত রয়েছে ২ লাখ ৪৮ হাজার ৭৭ জনের। এদিকে বাদ পড়ে যাওয়া এ ৪০ লাখের বিরুদ্ধে কর্তৃপক্ষ জবরদস্তিমূলক কোনো ব্যবস্থা নেবে না বলে ৩১ জুলাই ঘোষণা দেন ভারতের সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আদালতের বক্তব্য হলো, এ তালিকা নেহাতই খসড়া। এ তালিকা প্রকাশের পর খসড়ায় অন্তর্ভুক্তি নিয়ে ওঠা যাবতীয় দাবি ও আপত্তি নিয়ে পুনর্যাচাইয়ের পদ্ধতি ও এসওপি নির্ধারণের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আদেশ জারি করেন আদালত। এর আগে আসামে এনআরসি প্রণয়ন কার্যক্রমের সমন্বয়কারীকে সেখানকার প্রতিটি জেলার কত শতাংশ মানুষ এ তালিকা থেকে বাদ পড়েছে, তার একটি তালিকা জমা দিতে আদেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। অন্যদিকে ১৪ আগস্ট কেন্দ্র সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়, তালিকা নিয়ে দাবি ও আপত্তি জানানো ব্যক্তিদের সম্পূর্ণ বায়োমেট্রিক বিবরণী সংগ্রহের মাধ্যমে আলাদা আইডি প্রস্তুত করা হবে। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর এতে অন্তর্ভুক্তদের ভারতের নাগরিক হিসেবে আলাদা ‘আধার নম্বর’ (ভারতীয় নাগরিকদের পরিচিতিসূচক নম্বর) দেয়া হবে। বিজনেস স্ট্যান্ডার্ড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ