Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯, ১১ মাঘ ১৪২৫, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪০ হিজরী

আল্লামা ফারুকীর খুনিদের ফাঁসি দাবি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

 চার বছরেও জনপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার কোন কিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তাগণ অবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর আয়োজিত মানববন্ধন ও মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল কর্মসূচিতে বক্তাগণ এ দাবি জানান। এতে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যানের উপদেষ্টা আল্লামা আবুল কাশেম নূরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। নগর উত্তর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুহাম্মদ নঈম উল ইসলাম, সৈয়দ মুহাম্মদ আবু আজম, শফিউল আলম, হাবিবুল মোস্তফা সিদ্দিকী, অধ্যাপক এমরানুল ইসলাম, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী প্রমুখ।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ