Inqilab Logo

মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ০৩ কার্তিক ১৪২৮, ১১ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

অভিনয় এবং উপস্থাপনায় ব্যস্ত আমব্রিন

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয় এবং উপস্থাপনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিন। নতুন বেশক’টি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অরণ্য আনোয়ারের ‘একদিন ছুটি হবে’ ও এসএ হক অলিকের ‘আয়নাঘর’। দুটি ধারাবাহিকেই আমব্রিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এদিকে গতকাল ছিল লিবিয়ায় জন্ম নেয়া আমব্রিনের জন্মদিন। তবে জন্মদিন হলেও দিনটি তার ব্যস্ততার মধ্যে কাটে। সকাল ১১টায় ইগলুর একটি ক্যাম্পেইনে অংশ নেন তিনি। আর তাতেই কেটে যায় পুরো দিন। আমব্রিন বলেন, ‘এখন কাজের ব্যস্ততা এত বেড়ে গেছে যে পরিবারের মানুষদেরকেই সময় দেয়া হয় না। আজ সবাইকে সঙ্গে নিয়ে নরসিংদীর ড্রিম হলি ডে পার্কে যাব। ঘুরব, বেড়াব, আনন্দ করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি।’ আমব্রিন সর্বশেষ নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এদিকে আমব্রিনের উপস্থাপনায় দেশটিভিতে প্রচার হয় ‘কলের গান’ ও ‘সিনেমা এক্সপ্রেস’, এনটিভিতে প্রচার হয় ‘উদ্দীপন’ এবং এশিয়ান টিভিতে প্রচার হয় ‘টি-টাইম ব্র্যাক’। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয় এবং উপস্থাপনায় ব্যস্ত আমব্রিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ