Inqilab Logo

ঢাকা, রোববার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫ ফাল্গুন ১৪২৫, ১১ জামাদিউস সানি ১৪৪০ হিজরী।

রণবীরকে নাকি বিয়ে করছেন না, দীপিকার নতুন মন্তব্যে জল্পনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ৬:২৫ পিএম

সব যখন রেডি, তখন এসব কী বলে উঠছেন দীপিকা পাড়ুকোন ৷ এই তো শোনা গিয়েছিল, চলতি বছরের নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে চলেছেন দীপিকা ও রণবীর ৷ এমনকী, গুঞ্জনে ছিল ইতালির লেক কোমোতেই নাকি বিয়ে হতে চলেছে দীপিকা-রণবীরের ৷ শোনা যাচ্ছিল মুম্বাই থেকে হঠাৎই গায়েব হয়ে নাকি দীপিকা-রণবীর উড়ে গিয়েছেন বেঙ্গালুরুতে পূজার জন্য ৷ এত সব কিছু খবর রটে যাওয়া সত্ত্বেও হঠাৎ এমন কি হল, যার জন্য রটে গেল দীপিকা নাকি রণবীরকে বিয়ে করছেন না !

গল্পটা হল, সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা নাকি বলেছেন, ‘ভবিষ্যতে কী ঘটবে, তা আপাতত আমিই জানি না ৷ যদি নতুন কিছু ঘটে, তাহলে আমিই সবাইকে জানাব !’

দীপিকার এই মন্তব্য নিয়েই আপাতত তোলপাড় শুরু হয়েছে গোটা বলিউডে ৷ গুঞ্জন বলছে, তাহলে কী তিরে এসে তরী ডুবল ? শেষ মুর্হূর্তে এসে দীপিকা গেলেন পিছিয়ে ? এই নিয়ে অবশ্য পরিষ্কার কিছুই বলছেন না দীপিকা বা রণবীর কেউ-ই ৷ শুধুই জানাচ্ছেন, ‘যা হবে, তা সবাই দেখতেই পাবে !’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৬ ফেব্রুয়ারি, ২০১৯
১৬ ফেব্রুয়ারি, ২০১৯
১৫ ফেব্রুয়ারি, ২০১৯
১২ ফেব্রুয়ারি, ২০১৯
১১ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ