টেকনাফে আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু

টেকনাফের ২৮ গডফাদদরসহ ১০২ জন ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধান
পঞ্চগড়-ঢাকা মহসড়কে ট্রাক ও নৈশ কোচের মুখোমুখী সংঘর্ষে দুই চালক নিহত ও ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার বটতলী নামক স্থানে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ঢাকা গামী কেয়া পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও বাসটিতে আগুন লেগে যায়। অগ্নিকাÐে কোচটি সম্পূর্ণরুপে ভষ্মিভূত হয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী দুই চালককে উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। দুঘটনার পর থেকে মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।