তারাকান্দায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ পুলিশ আটক করে আদালতে প্রেরণ করেছে। জানা যায়,
বরিশালে নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সন্দেহভাজন এক সদস্যকে অস্ত্রসহ আটক করার কথা জানিয়েছে র্যাব-৮ ।
উপ অধিনায়ক মেজর সজীব জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর দরগা বাড়ি এলাকা থেকে আব্দুল্লাহ আল মিরাজ নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করা হয়। আটক মিরাজ বরগুনা সদরের মনশাতলী এলাকার ইব্রাহিম খলিলের ছেলে। তাকে জেএমবি সদস্য বলে দাবী করা হলেও তার সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেনি র্যাব।
তবে মিরাজের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ১৫টি ইলেকট্রনিক সার্কিট, একটি তাঁতাল, দুটি হেক্সো বেøড, ১৬টি উগ্র মতবাদের বই, একটি সিডি, একটি টেবিল ঘড়ি, একটি মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে বলে মেজর সজীব জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।