শাকিবে সঙ্গে এক চলচ্চিত্রে ডি এ তায়েব!

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়ক শাকিব খান। প্রায় একযুগেরও বেশি সময় ধরে ঢালিউড রাজ্যের দখলদার তিনি।
ঢাকা শহরের গল্পে সিনেমা নির্মাণ হতে যাচ্ছে হলিউডে। ক্রিস হেমসওর্থ বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন হলিউডের ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটির নাম রাখা হয়েছে ‘ঢাকা’। এতে প্রধান নায়কের ভূমিকায় থাকবেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ।
নেটফ্লিক্সের জন্য নির্মাণাধীন ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জো রুশো ও অ্যান্থনি রুশো । গল্পে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওর্থের চরিত্রটি। জানা গেছে, ছবিটির শুটিং হবে ভারত ও থাইল্যান্ডে। ‘ঢাকা’ পরিচালনা করবেন স্যাম হারগ্রেভ।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ ছবির কিছু অংশের দৃশ্যধারণ হয় চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজভাঙা অঞ্চলে। গোপনেই শুটিং করেন পরিচালক জস হোয়েডন ও নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওস কাজ করেছে বাংলাদেশে। তবে ‘ঢাকা’ সিনেমার শুটিং ঢাকায় হবে কি না এ বিষয়ে এখনো জানা যায়নি কিছু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।