Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭ ফাল্গুন ১৪২৫, ১৩ জামাদিউস সানি ১৪৪০ হিজরী।

চীনে ভারী বৃষ্টিপাতে গৃহহীন লক্ষাধিক মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১:১৮ এএম

চীনে ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ গুয়াংদং থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। প্রদেশটি থেকে গতকাল শনিবার পর্যন্ত ১ লাখ ২৭ হাজার মানুষকে অন্যত্র নেয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। বৃষ্টির কবলে পড়ে পশ্চিম গুয়াংদংয়ের ২৭টি কাউন্টির প্রায় এক লাখ ত্রিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনহুয়া বলছে, এ পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরো দু'জন। এ ঘটনায় প্রায় ১৪৬ বিলিয়ন ইউয়ান ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নষ্ট হয়েছে প্রায় ৪৫ হাজার হেক্টর জমির ফসল। চীনের বন্যা প্রবণ অঞ্চল থেকে প্রতি বছর গ্রীষ্মকালে লক্ষাধিক মানুষকে জোরপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। দেশটির রাষ্ট্রীয় ইংরেজী দৈনিক চায়না ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে ভারী বৃষ্টিপাতের ফলে প‚র্বাঞ্চলীয় প্রদেশ শানদংয়ে টাইফুন আঘাত হানে এবং গ্রীষ্মকালীন ঝড় শুরু হয়। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে এবং প্রত্যক্ষভাবে অর্থনৈতিক লোকসান হয় প্রায় ১০ বিলিয়ন ইউয়ান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন

১৪ ফেব্রুয়ারি, ২০১৯
৩ ফেব্রুয়ারি, ২০১৯
৩০ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন