প্রকল্পে গতি কমার কারণ মতের অমিল : পরিকল্পনামন্ত্রী
২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ পাওয়া ১ হাজার ৪৫১টি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় সরকার। পরিকল্পনা মন্ত্রণালয় মনে করছে, প্রকল্প বাস্তবায়নের অন্যতম বাধা ঋণদাতাদের
পাবনায় সাংবাদিক সুবর্না নদী হত্যাকান্ডের জট এখনও খোলেনি। আজ শেষ হচ্ছে তাঁর সাবেক শ্বশুর শিল্পপতি আবুল হোসেনর ৩দিনের রিমান্ড । তাঁকে ডিবি পুলিশের হেফাজতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকান্ডের বিষয়ে তিনি কোন গুরুত্বপূর্ণ তথ্য দেননি বলে একসূত্রে জানা গেছে। গত শনিবার আবুল হোসেনের স্ত্রী ও কন্যাকে ডিবি অফিসে ডেকে নিয়ে নদী হত্যা মামলার অপর আসামী আবুল হোসেনের পুত্র নদীর সাবেক স্বামী রাজিব ও তার সঙ্গীদের অবস্থান জানতে চায়। ডিবি পুলিশের এক সূত্র অবশ্য এই তথ্যের সত্যতা অস্বীকার করেছেন, তবে সূত্র জানায় আবুল হোসেনের স্ত্রী ও কন্যাকে ডিবি অফিসে যেতে দেখা গেছে। এই মামলার তদন্ত কোন পথে যাচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তৃতীয় কোন পক্ষ নদী হত্যার সাথে জড়িত থাকলে পুলিশ সেদিকে নজর দিচ্ছে কি? সাংবাদিক নদী আর ফিরবে না, তার রেখে যাওয়া রেখা পথে পুলিশকে এগুতে হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। প্রসঙ্গত : পাবনায় কর্মরত একমাত্র বেসরাকারি টিভির নারী সাংবাদিক সুবর্ণা নদীকে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শহরের রাধানগর মহল্লায় আদর্শ বালিকা বিদ্যালয়ের বাইলেনরে ভাড়া বাসায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করেে দুর্বৃত্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।