Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চা উৎপাদনের লক্ষ্য অর্জনে পিছিয়ে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

জুন থেকে সেপ্টেম্বর দেশে চায়ের ভরা মৌসুম। এ সময় পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুক‚ল আবহাওয়ার কারণে দেশের বাগানগুলোয় বছরের অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। উৎপাদনকারী অঞ্চলগুলোয় প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে চা উৎপাদন আগের তুলনায় কমার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশে পানীয় পণ্যটির উৎপাদন কমার তথ্য।
এ সময় দেশের বাগানগুলোয় চা উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১০ লাখ টন কমেছে। বছরের বাকি সময় পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুক‚ল আবহাওয়ার দেখা পাওয়া না গেলে চলতি বছর চা উৎপাদনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
বাংলাদেশ চা বোর্ডের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি-জুলাই সময়ে দেশের বাগানগুলোয় সব মিলিয়ে তিন কোটি ৬৭ লাখ ৭৫ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। বছরের ব্যবধানে ২০১৭ সালে দেশে পানীয় পণ্যটির উৎপাদন ৫৩ লাখ ৪৪ হাজার কেজি কমে দাঁড়ায় তিন কোটি ১৪ লাখ ৩১ হাজার কেজিতে। প্রতিক‚ল আবহাওয়ার কারণে চলতি বছর দেশের বাগানগুলোয় চা উৎপাদন আরো কমেছে। গত জানুয়ারি-জুলাই সময়ে মোট তিন কোটি তিন লাখ ৮৩ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ লাখ ৪৮ হাজার কেজি কম। এর প্রভাব পড়বে সামগ্রিক চা উৎপাদনে।
২০১৬ সালে দেশের বাগানগুলোয় সব মিলিয়ে আট কোটি ৫০ লাখ ৫ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড। পরের বছর দেশে পানীয় পণ্যটির উৎপাদন কমে দাঁড়ায় সাত কোটি ৮৯ লাখ ৪৯ হাজার কেজিতে। অর্থাৎ বছর শেষে দেশে চা উৎপাদন কমেছে ৬১ লাখ ১ হাজার কেজি। মন্দাভাবের ধারাবাহিকতায় ২০১৮ সালে দেশের বাগানগুলোয় মোট ৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার কেজি চা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিক‚ল আবহাওয়ার জের ধরে ভরা মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার পরিস্থিতি চলতি বছর চা উৎপাদনের লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা তৈরি করেছে। বাংলাদেশ চা বোর্ডের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের সাত মাসে দেশে বার্ষিক লক্ষ্যের ৪১ শতাংশ চা উৎপাদন হয়েছে। সেই হিসাবে, বার্ষিক লক্ষ্য পূরণ করতে হলে পরবর্তী পাঁচ মাসে আরো ৪ কোটি ২০ লাখ ৭ হাজার কেজি চা উৎপাদন করতে হবে। আপাতদৃষ্টিতে এটি সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
খাতসংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালে দেশে চা বাগানের সংখ্যা ১৬২ থেকে ১৬৪-তে উন্নীত হয়েছে। এর ফলে বছর শেষে চা উৎপাদন প্রাক্কলনের তুলনায় বাড়বে বলে আশা করা হয়েছিল। তবে বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। প্রতিক‚ল আবহাওয়ার কারণে সাত মাসে দেশের বাগানগুলোয় সাকল্যে ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। এর বিপরীতে দেশে পানীয় পণ্যটির চাহিদা বাড়তি রয়েছে। ফলে অধিক শুল্কের কারণে আমদানি সীমিত থাকায় দেশের বাজারে কমেছে চায়ের সরবরাহ। প্রভাব পড়তে শুরু করেছে পানীয় পণ্যটির দামে। চট্টগ্রাম ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত সর্বশেষ কয়েকটি আন্তর্জাতিক নিলামে চাহিদার তুলনায় সরবরাহ সীমিত থাকার কারণে চায়ের দাম চাঙ্গা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ