Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮, ০৬ অগ্রহায়ণ ১৪২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী

হিলারি সোয়েঙ্কের বাড়িতে টিভি সেট নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়েঙ্ক জানিয়েছেন ‘গ্রোয়িং পেইন’ এবং ‘ট্রাস্ট’-এর মত টিভি সিরিজ অভিনয় করলেও তার বাড়িতে কোনও টেলিভিশন সেট নেই। “আমি আসলে মনোযোগী টিভি দর্শক নই।  এটা এক ধরণের বোকামি বটে কারণ আমি শুনেছি- সবচেয়ে ভাল কাজগুলো এখন টেলিভিশনেই হচ্ছে- এই মাধ্যমেই ভাল ভাল অনুষ্ঠান আছে যেগুলো আমার দেখা উচিত,” হিলারি বলেন। “আমার মনে হয় আমার মতে বদলের সময় এসেছে এবং আমাকে এখনই খেই ধরতে হবে। তার মানে এক দশক আমাকে উৎসব করে টিভি দেখতে হবে, “তিনি আরও বলেন। তার বাড়িতে টিভি সেট না থাকলেও হিলারি সোয়েঙ্ক উপরে উল্লেখিত দুটি ছাড়াও ‘বেভারলি হিলস নাইন ও টু ওয়ান জিরো’, ‘মার্থা’ এবং ‘মেরি’ সিরিজগুলোতে অভিনয় করেছেন। ১৯৭৩ সালে জন পল গেটি দ্য থার্ডের অপহরণ নিয়ে নির্মিত ‘ট্রাস্ট’ স্টার ওয়ার্ল্ড চ্যানেলে দেখান হচ্ছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ