Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭ ফাল্গুন ১৪২৫, ১৩ জামাদিউস সানি ১৪৪০ হিজরী।

কাশিয়ানীতে জমির বিরোধের সংঘর্ষে যুবক নিহত

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৩ এএম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি মো.আজিজুর রহমান জানান।
নিহত হিংগুল সরদার (৪৫) ওই গ্রামের ইরফুল সরদারের ছেলে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আজিজুর বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে স্থানীয় হারুন অর রশিদ মোল্লার সঙ্গে সাইফুল সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে অন্তত ৩১ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাইন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হিংগুলকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে আজিজুরের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ