Inqilab Logo

ঢাকা, বুধবার, ২১ নভেম্বর ২০১৮, ০৭ অগ্রহায়ণ ১৪২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী

কক্সবাজারের পেকুয়ায় দেয়াল চাপায় দুই শিশু নিহত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাটির তৈরি ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশু দুটির মা আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিশু হলো শের আলী (৩) ও তার ছোট ভাই ইয়াসিন আলী (২)। তারা দুজন কাদিমাকাটা গ্রামের পুতন আলীর ছেলে। ঘটনায় আহত ওই মায়ের নাম আলমাস খাতুন (৩৪)। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক সাংবাদিকদের বলেন, কাদিমাকাটা গ্রামের পুতন আলীর স্ত্রী আলমাস খাতুন তাঁর দুই শিশু সন্তানকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় মাটির তৈরি ঘরের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। দেয়ালের চাপে তিন বছর বয়সী শের আলী ঘটনাস্থলেই মারা যায় এবং তার ছোট ভাই ইয়াসিন আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

রাতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবউল করিম সাংবাদিকদের বলেন, পুতন আলী স্ত্রী-পুত্র নিয়ে জরাজীর্ণ একটি বাড়িতে থাকতেন। তিনি জানান, ঘরের দেয়ালগুলো অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর
এ বিভাগের অন্যান্য সংবাদ