Inqilab Logo

ঢাকা, শুক্রবার ২১ জুন ২০১৯, ৭ আষাঢ় ১৪২৬, ১৭ শাওয়াল ১৪৪০ হিজরী।

সবচেয়ে দামী অভিনেত্রী স্কারলেট জোহানসন

| প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

হলিউড তারকা ফর্বস সাময়িকীর বিবেচনায় বিশ্বের সর্বাধিক অর্থোপার্জনকারী অভিনেত্রীর মর্যাদা পেয়েছেন। জোহান্স (৩৩) ১ জুন, ২০১৭ থেকে ১ জুন, ২০১৮ পর্যন্ত ৪০.৫ মিলিয়ন ডলার আয় করেছেন। এই আয় তার আগের বছরের আয়ের চারগুণ। ‘অ্যাভেঞ্জার্স :ইনফিনিটি ওয়ার’ ফিল্ম থেকে তিনি এই আয় করেছেন। তার পরই আছেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি প্রধানত ‘ম্যালেফিসেন্ট’ ফিল্মটি থেকে ২৮ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থানে আছেন। জেনিফার অ্যানিস্টন এমিরেটস এবং আরও দুটি ব্র্যান্ড থেকে আয় করেছেন ১৯.৫ মিলিয়ন ডলার; তার অবস্থান তৃতীয়। ‘এক্স-মেন’ সিরিজ এবং ক্রিস্টিয়ান ডিয়র ব্র্যান্ড থেকে ১৮ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানে আছেন জেনিফার লরেন্স (২৮)। ১৬.৫ মিলিয়ন ডলার আয় করে এর পর আছেন রিস উইদারস্পুন (৪২)। ছয় থেকে ৮ নম্বর অবস্থানে আছেন যথাক্রমে- কেইট বøানচেট, মেলিসা ম্যাকার্থি এবং গ্যাল গ্যাডট। আগের বছরের সর্বাধিক আয়কারী অভিনেত্রী এমা স্টোন এবারের প্রথম দশে স্থানই পাননি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন