Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেপরোয়া বাইক ও অটোরিকশা

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আজকাল রাস্তাঘাটে বেরোতেই ভয় লাগে। যেকোনো মুহূর্তে কোনো মোটরসাইকেল বা অটোরিকশা ধাক্কা দিয়ে চলে যেতে পারে। অল্পবয়সী ছেলেদেরই বেশি দেখা যায় বেপরোয়া বাইক বা মোটরসাইকেল চালাতে। আর অটোরিকশা যারা চালায় তাদের অনেকেই বেপরোয়াভাবে চালায়। কত তরতাজা প্রাণ যে শেষ হয়ে যাচ্ছে এর ফলে। মা-বাবার কোল খালি হয়ে যাচ্ছে। সেই খবর কেউ রাখে না। যে পরিবারের কেউ মারা যায় তারাও দুদিন পর সব ভুলে যায়। কিন্তু আজকের প্রজন্মের ছেলেরা এসব বোঝার ক্ষমতা যেন হারিয়ে ফেলছে। কবি সুকান্তের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি যেন এসব বাইক বা মোটরসাইকেল চালানোতেই বেশি প্রতিফলিত হয় খারাপ অর্থে। আর অটোরিকশা চালকদের কোনো বয়স নেই, এদের চালানোর ধরনটাই অন্য রকম। চালায় বেপরোয়াভাবে। বাইক আর অটোরিকশা এত দুর্ঘটনা ঘটাচ্ছে, তাই এবার সতর্ক হওয়ার সময় এসেছে। অল্পবয়সী ছেলেদের বলব, তোমাদের জীবন সবে শুরু, অনেক পথ যে তোমাদের চলতে হবে। যে কর্তৃপক্ষ ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি দিয়েছে, জীবনটা তাদেরই জন্য শুধু নয়, সবার জীবনের নিরাপত্তার কথা ভাবতে হয়। এ বোধ কর্তৃপক্ষের মধ্যে অবিলম্বে দেখা দেবে, এই আশা রইল।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেপরোয়া বাইক

৫ সেপ্টেম্বর, ২০১৮
আরও পড়ুন