Inqilab Logo

ঢাকা, বুধবার, ২১ নভেম্বর ২০১৮, ০৭ অগ্রহায়ণ ১৪২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী

রফিকের জন্মদিনে আইসিসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নেওয়ার কীর্তি তার। দেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে এক হাজার রান ও ১০০ উইকেটের ডাবল ছোঁয়া প্রথম বোলারও তিনি। সেই মোহাম্মদ রফিকের ৪৮তম জন্মদিন ছিল গতকাল। শুভ জন্মদিন রফিক! এমন দিনে দেশসেরা এই কিংবদন্তি স্পিনারকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রফিকের একটি ছবি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘টেস্টে ১০০ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি। টেস্ট ও ওয়ানডেতে ১০০ উইকেট ও এক হাজার রানের ডাবল ছোঁয়া প্রথম বাংলাদেশিও। খেলেছেন ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে। শুভ জন্মদিন মোহাম্মদ রফিক!’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর