Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাফনদীতে বিজিবি-বিজিপির ১৯তম যৌথ টহল অনুষ্ঠিত

বিশেষ সংবাদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৪৮ পিএম
নাফনদীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পর্যায়ে আজো এক যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।
 
এটি দু দেশের সীমান্তরক্ষী পর্যায়ের ১৯ তম যৌথ সমন্বয় টহল । এর আগে আরও ১৮টি যৌথ সমন্বয় টহল অনুষ্টিত হয়েছে। সীমান্তে উদ্ভোত য়ে কোন পরিস্থতি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান এই যৌথ টহলের লক্ষ্য বলে জানাগেছে।
 
টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুজ্জামান চৌধুরী জানান, ‘৬ সেপ্টেম্বর সকাল ১০ঘটিকা হতে ১১.৩০মিনিট পর্যন্ত টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির সুবেদার মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ মিয়ানমার ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ কাইকং ক্যাম্পের পুলিশ কমান্ডার লিও নাইং লি এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীডবোট যোগে বিআরএম-১৫ হতে বিআরএম-১৮ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়। 
এসময় মাদক পাচার বিশেষ করে ইয়াবা, নারী ও শিশু পাচার এবং মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প-ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি-বিজিপির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ