Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতে উচ্চ বর্ণের বন্ধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের তপশিলি জাতি ও উপজাতির নির্যাতন রোধ আইনে (এসসি-এসটি) কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংশোধনীর বিরুদ্ধে কয়েকটি রাজ্যে আন্দোলন চলছে। ভারতব্যাপী বন্ধের ডাক দিয়েছে করণি সেনা, সবর্ণ সমাজের মতো বেশ কিছু উচ্চবর্ণ সংগঠন। বৃহস্পতিবার আন্দোলনকারী টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে। থামিয়ে দেওয়া হয় ট্রেনও। গত ২০ মার্চ তপশিলি জাতি ও উপজাতি নির্যাতন আইনের কয়েকটি ধারার উপর কিছু নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট। তাতে বলা হয়, এই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আগে অনুমতি নিতে হবে। পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতিদের উপরে কোনও অত্যাচারের ঘটনায় মামলা করতে গেলে তদন্ত হবে ডিএসপি পর্যায়ে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকা জারির পরই দেশজুড়ে বন্্ধ ডাকে বেশ কয়েকটি দলিত সংগঠন। পুলিশের সঙ্গে সংঘর্ষে ১১ জনের প্রাণহানি ঘটে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে ওই আইনে কিছু সংশোধনী এনেছে মোদির সরকার। এই সিদ্ধান্তেরই বিরোধিতায় নেমেছে মধ্যপ্রদেশের বেশ কিছু তথাকথিত উচ্চবর্ণের সংগঠন। মঙ্গলবার থেকে মধ্যপ্রদেশে চলছে বিক্ষোভ। এবার সেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে সমগ্র ভারতে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্কুল- কলেজ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। প্রদেশের দশটি এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশ ছাড়াও বিহার ও উত্তর প্রদেশ থেকেও সহিংসতা খবর পাওয়া যাচ্ছে। রাজাস্থান, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রেও এমন ঘটনা ঘটেছে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজ্যে আন্দোলন

৭ সেপ্টেম্বর, ২০১৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ