Inqilab Logo

ঢাকা, শুক্রবার ২৪ মে ২০১৯, ১০ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৮ রমজান ১৪৪০ হিজরী।

ঈদের পর অভিনয়ে ফিরেছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ঈদের পর অভিনয়ে ফিরেছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। রাহাত মাহমুদের নির্দেশনায় তিনি ‘নিঃশব্দে’ নামক একটি নাটকে অভিনয় করেছেন। তানজিন তিশা বলেন, ‘রাহাত মাহমুদের নির্দেশনায় অভিনয় করেই আমি অভিনেত্রী হিসেবে চলতি বছর সাড়া পেতে শুরু করি। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিলো। এতো চমৎকার এবং গুছানো কাজ ছিলো যে সিরিয়াসলি কাজটি করেছিলাম। যার রেজাল্ট পেয়েছি। তারই নির্দেশনাতে আবার ঈদের পর কাজ শুরু করেছি। গল্পটা ভালো। সবমিলিয়ে কাজটিও বেশ ভালো হয়েছে। এতে আমার বিপরীতে আছেন সজল ভাই। তিনি সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ।’ রাহাত মাহমুদ জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে গত ঈদে তানজিন তিশা অভিনীত নাটকগুলোতে তার অভিনয় সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। এর মধ্যে রয়েছে মাবরুর রশীদ বান্নাহ্’র ‘বেড সিন’, ‘লালাই’, ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’ মাহমুদুর রহমান হিমির ‘বাড়ি ফেরা’, রুবেল হাসানের ‘প্রেম ছবি’, ‘বৃষ্টি হয়ে এলে’ ও এস এ হক অলিকের ‘তুমি আমার হবে’। সবচেয়ে বেশি কষ্ট করেছেন তিনি বান্নাহ্ নির্দেশিত ‘বেড সিন’ নাটকে অভিনয়ের জন্য। এই নাটকে অভিনয় করতে গিয়ে একটি পুরো জীবনের গল্প অভিনয়ের মধ্যদিয়ে ফুটিয়ে তুলতে হয়েছে বিভিন্ন বয়সের। এতে তিশার বিপরীতে অসাধারণ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ