Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটার কারণে পেছন থেকে অনেকে চলে আসে

চট্টগ্রামে জনপ্রশাসন সচিব

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, কোটার কারণে জাতীয় মেধা তালিকার পেছন থেকে অনেকে চলে আসে। তবে মেধা তালিকার বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই। তিনি গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম সার্কিট হাউসে ‘৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের’ ৪র্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৬২ জন শিক্ষানবিশ সহকারী কমিশনার অংশ নেন। নতুন সহকারী কমিশনারদের উদ্দেশে জনপ্রশাসন সচিব বলেন, তোমরা যারা বিসিএসে লিখিত পরিক্ষায় পাস করেছ, মৌখিক পাস করে এখানে এসেছ, তারা কি অমেধাবী, নিঃসন্দেহে নয়। হ্যাঁ কোটার কারণে জাতীয় মেধা তালিকার পেছন থেকে অনেকে চলে আসে। তবে মেধা তালিকার বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই।
সচিব বলেন, গত ১০টি বিসিএসের পরিসংখ্যান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ১০ শতাংশের বেশি পূরণ হয়নি। নারী কোটাও পূরণ হয় না। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শূন্য আসনগুলো মেধা তালিকা থেকে পূরণ করা হয়। সরকার কোটা পর্যালোচনা করছে। কোটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে জানিয়ে সচিব ফয়েজ আহম্মদ বলেন, জনপ্রশাসন সচিব হিসাবে আমাকে কোটা নিয়ে অনেক কাজ করতে হয়েছে। দেশ-বিদেশের অনেক তথ্য সংগ্রহ করেছি। বিশ্বের এমন কোনো দেশ নেই, যেখানে কম করে হলেও কিছু কিছু কোটা নেই।
বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী, চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা

২৩ ডিসেম্বর, ২০২১
১৭ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ