অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায়
রাজধানীর শ্যামলী থেকে গত বুধবার ১৫ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ভারতীয় জাল রুপিসহ শামসুর নামে একজনকে আটক করেছে র্যাব-২। এ সময় তার কাছ থেকে জাল রুপি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, ২০১৭ সালের এপ্রিলে একই অপরাধে তাকে গ্রেফতার করেছিল ডিবি। র্যাব-২ এর মেজর মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শামসুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায়। আগে গরুর ব্যবসা করলেও গত ৫ বছর ধরে জাল রুপি তৈরির ব্যবসা করে আসছেন। বিভিন্ন জেলায় তার ডিলার রয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।