Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯, ১১ মাঘ ১৪২৫, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪০ হিজরী

সাতক্ষীরায় আটক ৫৮

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশি অভিযানে বিএনপির ওয়ার্ড সহ-সভাপতিসহ আটক ৫৮ হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা ১৩ জন, কলারোয়া থানা আটজন, তালা থানা পাঁচজন, কালিগঞ্জ থানা ৯ জন, শ্যামনগর থানা ১১ জন, আশাশুনি থানা সাতজন, দেবহাটা থানা দুইজন ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এদের মধ্যে সদর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম (৫৪), মাদক মামলার দু’জন ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত তিনজন পলাতক আসামি রয়েছে। এ ছাড়া অন্যদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ