রাজবাড়ীতে ওয়াজ মাহফিল
রাজবাড়ি সদর উপজেলার গোয়ালন্দ মোড় পাটোয়ারী বাড়ির উদ্যোগে ঐতিহ্যবাহী ২দিন ব্যাপী বাৎসরিক কুরআন তাফসীর ও ৫৯ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওয়াজ
নোয়াখালীর সেনবাগে ‘বীর মুক্তিযোদ্ধা’ রুহুল আমিন কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকাল ৫টার সময় উপজেলার ডমুরুয়া মোড়ে চারতলা বিশিষ্ট ওই কমপ্লেক্সের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের এমপি আলহাজ মোরশেদ আলম, অনুষ্ঠানে বিশেষ অতিথি লায়ন জাহাঙ্গীর আলম মানিক।
উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের সভাপতিত্বে ও বাকের আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন সেনবাগে মুজিব বাহিনীর কমান্ডার (বিএলএফ) এ কে এম ফারুক ভূঁইয়া, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান বেলাল ভূঁইয়া, আর টিভির ও বেঙ্গল গ্রুপের ডিরেক্টর সাইফুল আলম দীপু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর ওহাব, আ.লীগ নেতা গোলাম কবির, আলী আক্কাস রতন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্যাহ আল মাহমুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।