Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতজুড়ে কংগ্রেস ও বামদলগুলোর ধর্মঘটের ডাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫২ এএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারতজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বিরোধীদল কংগ্রেসসহ বামদলগুলো।
রাজনৈতিক দলগুলোর দাবি, অবিলম্বে ভারতে জ্বালানি তেলের মূল্য হ্রাস করতে হবে। পাশাপাশি কমাতে হবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কংগ্রেস, বামদল ছাড়াও ওইদিন আলাদাভাবে ধর্মঘট ডেকেছে বিভিন্ন মাওবাদী কমিউনিস্ট পার্টিও। তৃণমূল কংগ্রেস বলছে, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোলা এ ইস্যুর প্রতি তাদের সমর্থন রয়েছে। আর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদই নয়, তারা প্রখ্যাত লেখক-কবি বারবারা রাওসহ বিশিষ্টজনদের গ্রেফতারেরও প্রতিবাদ জানাবেন। কলকাতায় বর্তমানে পেট্রোল ৮২ দশমিক ৮৮ ও ডিজেল ৭৪ দশমিক ৯২ রুপিতে বিক্রি হচ্ছে। এছাড়া দিল্লিতে পেট্রোল ৭৯ দশমিক ৯৯ রুপি এবং ডিজেল ৭২ দশমিক ৭ রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ