Inqilab Logo

ঢাকা, সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ০৪ ভাদ্র ১৪২৬, ১৭ যিলহজ ১৪৪০ হিজরী।

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রাইভেটকার চাপায় নিহত-১

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ৩:১৭ পিএম

সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে প্রাইভেটকার চাপায় মো. বেলাল হোসেন (৪০) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের বগাদিয়া দক্ষিণ ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাসপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা জানায় , সকালে চৌমুহনী থেকে একটি সিএনজি সোনাইমুড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে সিএনজি’টি বগাদিয়া দক্ষিণ ব্রিজের উপর উঠলে একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় আত্মরক্ষার্থে চালক সিএনজি থেকে লাফ দিলে প্রাইভেটের নিছে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খালের মধ্যে পড়ে যায়।
সোনাইমুড়ী থানার ওসি মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি আটক করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ