Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ০৭ ভাদ্র ১৪২৬, ২০ যিলহজ ১৪৪০ হিজরী।

ঐশ্বর্য রাইয়ের স্থলাভিষিক্ত হলেন বিপাশা বসু

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

এই বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল প্রেরণা অরোরা সাধনা-মনোজ কুমার অভিনীত ‘উও কওন হ্যায়’ চলচ্চিত্রটির রিমেক সত্ত¡ কিনে নিয়েছেন। এর পর জানান হয় চলচ্চিত্রটির ‘ন্যায়না বারসে রিমঝিম’ এবং লাগ যা গালে সে’ গান দুটি রিমেকে অন্তর্ভুক্ত করা হবে। সবচেয়ে বড় কথা হল ফিল্মটির নায়িকা হবেন ঐশ্বর্য রাই বচ্চন। এর পর কয়েক মাস যেতেই জানা গেল এই প্রজেক্ট থেকে ঐশ্বর্যকে বাদ দেয়া হয়েছে এবং তার জায়গা পূরণ করছেন বিপাশা বসু। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলেছে : “ঐশ্বর্য রাই বচ্চনকে কেন্দ্রীয় ভূমিকায় রেখে ফিল্মটির চিত্রনাট্য লেখা হয়েছিল। তবে অবস্থা বদলে গেছে এবং ঐশ্বর্যের জায়গায় আসছেন বিপাশা বসু।” সূত্র আরও বলেছে,” প্রেরণার ব্যবসায়িক অংশীদার অর্জুন এন. কাপুরের অভিনয়ে অভিষেক হচ্ছে বলে ‘উও কওন হ্যায়’ রিমেকটি একটি বিশেষ ফিল্ম।” এনএন সিপ্পি প্রযোজিত মূল ‘উও কওন হ্যায়’ ১৯৬৪ সালে মুক্তি পেয়েছিল। সাধনা আর মনোজ কুমারের অভিনয়ে সাইকোলজিকাল থ্রিলারটি পরিচালনা করেন রাজ খোসলা। বিপাশা ছাড়া রিমেক ফিল্মটিতে আর কে অভিনয় করবেন জানা যায়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ