Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাণিজ্য বাড়াতে ব্রুনাইয়ের আগ্রহ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আমদানি-রফতানির নতুন দ্বার উন্মোচনের প্রস্তাব করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই দারুস সালাম। বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের একটি বাণিজ্যিক প্রতিনিধি দল মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে গিয়ে গত রোববার এই প্রস্তাব দেন।
দেশটির বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সিতি নোরিসান আব্দুল গাফরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল এই সফরে রয়েছেন।
প্রতিনিধি দলের সদস্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান গানিম ইন্টারন্যাশনালের সিইও নূর রহমান বলেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সামুদ্রিক খাবার রফতানি করে ব্রুনাই। বাংলাদেশ চাইলে এসব হালাল ট্রেডমার্কের খাবার আমদানি করতে পারে। পাশাপাশি ব্রুনাইয়ের খনিজ সম্পদ গ্যাস ও পেট্রোলিয়াম বাংলাদেশ আমদানি করতে পারে।
ব্রুনাইয়ে মাংস ও চালের চাহিদার কথা উল্লেখ করে বাংলাদেশে থেকে তা আমদানির আগ্রহ দেখান তিনি।
বৈঠকে দেশটিতে ওষুধ রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। আলোচনায় এফবিসিসিআই পরিচালক শারিতা মিল্লাত, প্রীতি চক্রবর্তী, এস এম শফিউজ্জামান, মো. নিজাম উদ্দিন, কোহিনুর ইসলাম, কাজি বেলায়েত হোসেন ও হাফেজ হারুন অর রশিদ অংশ নেন।
এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) ব্রুনাই প্রতিনিধি দলের সামনে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, গত কয়েক বছর ধরেই বাংলাদেশের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে ছয় শতাংশ হারে অর্জিত হচ্ছে, যা গত দু’বছরে সাত শতাংশে উন্নীত হয়েছে। বাংলাদেশ সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে তিনি ব্রুনাই ব্যবসায়ীদেরকে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
এফবিসিসিআই সভাপতি ওষুধ, হিমায়িত খাদ্য ও স্বাস্থ্যখাতে যৌথ বিনিয়োগের জন্য ব্রুনাই প্রতিনিধি দলকে আহ্বান জানান। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ১ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ব্রুনাইয়ে রফতানি করে এবং ব্রনাই থেকে শূণ্য দশমিক ১১ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। ব্রুনাইয়ে বাংলাদেশের রফতানিযোগ্য পণ্যগুলো হচ্ছে কৃষিজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রি এবং নিটওয়্যার। আর ব্রুনাই থেকে মূলত কেমিকেল পণ্য এবং ইথিলিন পলিমার আমদানি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ