Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাইফটাইম এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ফরাস উদ্দিন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১:০১ এএম

স¤প্রতি ভারতে বেঙ্গালুরুতে এমটিসি গ্লোবালের অষ্টম বিশ্ব শিক্ষা সম্মেলনে বাংলাদেশের অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ মোহাম্মদ ফরাস উদ্দিনকে ‘লাইফ টাইম এক্সসেলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র পাঁচটি দেশের ১২৫ জন শিক্ষাবিদের অংশগ্রহণে এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ফরাস উদ্দিন। সম্মাননা গ্রহণের পর দেওয়া বক্তব্যে তিনি মিয়ানমারে কয়েক লাখ রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠাতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদদের সমর্থন আশা করেন। মোহাম্মদ ফরাস উদ্দিন গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ, সাহসী, উদ্ভাবনী নেতৃত্বে আর্থ-সামাজিক ও শিক্ষা-সংস্কৃতি ক্ষেত্রে বিপুল অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা শেখ হাসিনার এ অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কারণ মিয়ানমার তাদের ১১ লাখ নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করে বাংলাদেশের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘ ও আইসিসির আরও কার্যকর ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ