Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবারও শ্রেষ্ঠত্বের সম্মাননা পেলেন টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়া

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৩:২৭ পিএম

২০১৮ সালের আগস্ট মাসেও শ্রেষ্ঠত্বের সম্মাননা পেলেন টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া। দায়িত্ব পালনে সফলতার জন্য তিনি পুরস্কৃত হলেন।
সর্বোচ্চ মাদক ও অস্ত্র উদ্ধার এবং মাদক ব্যবসায়ী গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাফল্য জনক ভূমিকা রাখায় রণজিৎ কুমার বড়ুয়া-কে শ্রেষ্ঠ ওসির সম্মাননা দেয়া হয়েছে।
সৎ দক্ষ ও সাহসী অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছন তিনি।
ইতিপূর্বেও দায়িত্ব পালনে সফলতার জন্য আরো কয়েকবার পুরস্কৃত হয়েছেন ওসি রণজিৎ কুমার বড়ুয়া।
তিনি কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ওসি হিসেবে কাজ করে এখন সীমান্ত উপজেলা টেকনাফ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
১১ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় কক্সবাজার পুলিশ লাইনে পুলিশ সুপার এর সভাপতিত্বে মাসিক ক্রাইম কনফারেন্সে তাকে এ সম্মাননা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সি সহকারী পুলিশ ( সদর ও উখিয়া সার্কেল এর অতিরিক্ত দায়িত্বে) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার ( মহেশখালী সার্কেল) রতন কুমার দাসগুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডি এস বি) শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ( ট্রাফিক) বাবুল বনিক, সহকারী পুলিশ সুপার ( ইনসার্ভিস ট্রেনিং) সাইকুল ইসলাম ও জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ।

 

 



 

Show all comments
  • MD.ABUL KALAM AZAD ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৪:৩১ পিএম says : 0
    খুব ভাল খবর! অন্যদের উৎসাহীত করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রেষ্ঠত্বের সম্মাননা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ