Inqilab Logo

ঢাকা, রোববার , ১৯ জানুয়ারী ২০২০, ০৫ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরী

ভারতে টিভিতে লাইভ সম্প্রচারের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অতিথি, ভিডিও ভাইরাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৬:০৪ পিএম | আপডেট : ৬:১০ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০১৮

টেলিভিশনের পর্দায় তখন চলছিল ‘গুড মর্নিং জে অ্যান্ড কে’। সকালের লাইভ ‘টক শো’। কথোপকথনের আসরে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রীতা যতীন্দ্র।পরনে নীল সালোয়ার-কামিজ। সঞ্চালকের প্রশ্নের জবাবে ধীরে ধীরে কথা বলছিলেনরীতা।

হঠাৎই তাঁর দু’চোখ কুঁচকে গেল। ডান পাশে হেলে গেল মাথাটা। ডান হাতটাও খানিকটা নড়ে উঠে কোলের উপর পড়ে গেল।এর পর মাথাটা খানিকটা টলতে টলতে একেবারে স্থির হয়ে পড়ল। ভারী চশমার ফাঁক দিয়ে দেখা গেল,চোখদুটো খোলা। ঠোঁট দুটো উপরের দিকে হাঁ হয়ে খোলা। ওই অবস্থাতেই একেবারে অসাড় হয়ে পড়ল দেহটা। অচেতন রীতাকে দেখে তখন কার্যত হতভম্ভ অনুষ্ঠানের সঞ্চালক। কী করবেন বুঝে উঠতে পারছেন না!


এর পরেই ৫৫ সেকেন্ডের ভিডিয়োটিতে আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে। গোটা ভিডিয়োটি ফেসবুকে শেয়ার করেছে জম্মু ও কাশ্মীর টেলিভিশন। সেই ভিডিয়ো এ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন