Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দশ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হলো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। এটি ক্যাটাগরি ৪ মাত্রায় আঘাত হানতে পারে বলে উল্লেখ করা হয়েছে। ৫ মাইল গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়ার কিছু অংশ এবং নর্থ ক্যারোলিনা থেকে লোকজনকে নিরাপদে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেখান থেকে লাখ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। সোমবার সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, শুধুমাত্র সাউথ ক্যারোলিনা থেকেই ১০ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে। উপকূলীয় এলাকা ছেড়ে পর্যটকরাও অন্যত্র আশ্রয় নিচ্ছেন। বৃহস্পতিবার এবং শুক্রবার উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। সে সময় এটি ৩ বা ৪ ক্যাটাগরি ধারণ করবে। সোমবার বিকাল থেকেই ঘণ্টায় ১৪০ মাইল বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে ক্যাটাগরি ১ থেকে ক্যাটাগরি ৪য়ে রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়টি। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলকে লণ্ডভণ্ড করে দেওয়া হুগোর পর ফ্লোরেন্স হবে ক্যাটাগরি ৪ মাত্রার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। নর্থ ক্যারোলিনার রয় চোপার বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই দুর্যোগ সতর্কতা জারি করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে চোপার বলেন, শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ