Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার ১৬ জুলাই ২০১৯, ০১ শ্রাবণ ১৪২৬, ১২ যিলক্বদ ১৪৪০ হিজরী।

ওয়াল্ড ইকোনমিক ফোরামে বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওয়াল্ড ইকোনমিক ফোরাম অন আসেনে যোগদান করতে ভিয়েতনাম গেছেন। গতকাল ১১ সেপ্টেম্বর শুরু হওয়া এ সভা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। ওয়াল্ড ইকোনমিক ফোরাম এবং ভিয়েতনাম যৌথ ভাবে এ সভার আয়োজন করেছে। ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী এ সভায় যোগদান করছেন।
এ সভায় আসেন অঞ্চলে ফোর্থ ইন্ডাষ্ট্রিয়াল রেভোলুশন এর সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। সভায় বিশেষ করে আঞ্চলিক এবং বিশ^ বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিম বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া বাণিজ্যমন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী, সভায় আগত বিভিন্ন দেশের মন্ত্রীর সাথে একান্ত বৈঠক করবেন। বাণিজ্যমন্ত্রী আগামী ১৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন