Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেঁসে যাচ্ছেন নাজিব রাজাকের আইনজীবী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ২:১৩ পিএম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আইনজীবী মোহাম্মদ শাফি আব্দুল্লাহর বিরুদ্ধে এবার অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি) মামলাটি দায়ের করে। রাষ্ট্রীয় ওয়ানএমডিভি তহবিল থেকে কিভাবে কোটি কোটি ডলার হাওয়া হয়ে গেলো তা নিয়ে তদন্ত করছে এ কমিশন। 
 
ওয়ানএমডিভি তহবিল আত্মসাতের মামলায় নাজিব রাজাকের বিরুদ্ধেও বিচার চলছে। বর্তমানে তিনি জামিনে আছেন।
 
 
 
নাজিবের হয়ে আদালতে লড়ছেন আইনজীবী মোহাম্মদ শাফি। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে অর্থ পাচার ও ওয়ানএমডিবি’র ইউনিট এসআরসি ইন্টারন্যাশনালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের হয়েছে। কুয়ালালামপুরের একটি আদালতে শাফির বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনানো হয়।
 
জানা গেছে, অবৈধভাবে পাওয়া ৯৫ লাখ ডলার মালয়েশীয় রিঙ্গিত বিদেশে পাচার করেছেন শাফি। নাজিবের স্বাক্ষরিত চেক পেয়েছিলেন তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনজীবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ