Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮, ০৬ অগ্রহায়ণ ১৪২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী
শিরোনাম

দীর্ঘদিন পর দেশে অভিনেত্রী রুমানা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৩ এএম

মডেল-অভিনেত্রী রুমানা দীর্ঘদিন পর ঢাকায় অবস্থান করছেন। ২০১৫ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী এলিন রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ তিনি। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছেন। গত সপ্তাহে অভিনেত্রী রুনা খানের বাসায় এক ঘরোয়া আয়োজনে দেখা গেছে রুমানাকে। ঘরোয়া আয়োজনে আরও অনেকেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী রিচি সোলায়মানও ছিলেন। কয়েকদিন আগেই দেশে এসেছেন রিচি সোলায়মান। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন রিচি। অন্যদিকে আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে জানা গেছে। মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রুমানা। পরবর্তীতে সিনেমায় অভিনয় করেও তারকাখ্যাতি পেয়েছেন। বেশ কয়েক বছর তাকে মিডিয়ার কোনও কাজে সেভাবে দেখা যায়নি। তবে মিডিয়ার সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬টি সিনেমায় অভিনয় করেছেন রুমানা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ