Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চন্দ্রকলা থিয়েটারের নতুন নাটক দ্বৈত মানব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

আগামী ১৮ সেপ্টেম্বর চন্দ্রকলা থিয়েটারের নতুন নাটক ‘দ্বৈত মানব-এর কারিগরি মঞ্চায়ন সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টোল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। নাটকটির রচনা ও নির্দেশনা এইচ আর অনিক। নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে একটি সম্পর্কের উত্থান পতনকে কেন্দ্র করে। তৃতীয় পক্ষ একটি সুসর্ম্পককে কিভাবে ধ্বংস করে দেয় তার চিত্র তুলে ধরা হয়েছে নাটকটির মধ্যে। সেই তৃতিয় পক্ষ হচ্ছে হিটলার, মিরজাফর, কিসিন্জার এবং ঘষেটি বেগম। নাটকীয়তার মধ্যে দিয়ে ইতিহাস থেকে তাদের আগমন ঘটে। আর এরাই তৃতীয় পক্ষ হিসেবে সুসর্ম্পকের মধ্যে তাদের কুট বুদ্ধির প্রয়োগ করে। প্রায় ৪ মাস যাবত নাটকটির মহড়া চলছে। নাটকটিতে অভিনয় করেছেন- মাহমুদুল হাসান মাসুম, এস এম অঙ্গন, মোঃ ইব্রহিম হাসান,মার্জিয়া রহমান মলি, আপন, সৈকত, নিশি এবং এইচ আর অনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক

২৯ অক্টোবর, ২০২২
২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ