Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯, ০৮ কার্তিক ১৪২৬, ২৪ সফর ১৪৪১ হিজরী

ব্যথা নিয়েই খেলবেন তামিম

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৩ এএম

ভিসা জটিলতায় শুরুতে দলের সঙ্গে যেতে পারেননি তামিম ইকবাল। ঝামেলা কাটিয়ে গত মঙ্গলবার রাতে এশিয়া কাপে যোগ দিতে ঢাকা ছাড়েন দেশসেরা এই ওপেনার। আজ শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এর আগে সাংবাদিকদের তামিম জানিয়েছেন, নিজের চোটের অবস্থা ও আবর আমিরাতের খেলার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে।
ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছিলেন তামিম ইকবাল। আঙুলে এখনো সমস্যা থাকলেও এশিয়া কাপে খেলার জন্য নিজে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দেশসেরা এ ওপেনার। এ প্রসঙ্গে আরব আমিরাতে সাংবাদিকদের তামিম বলেন, ‘এখনো ব্যাথা রয়েছে। তবে আমি সতর্কতার সঙ্গেই ফিল্ডিং সামলাচ্ছি। আশা করছি আমি খেলতে পারবো। আমি দলে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তত রয়েছি।’
সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবালের। পকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুবাদে সেখানকার পিচ তামিমের কাছে খুবই পরিচিত। সব কিছু ঠিক থাকলে তার কাছ থেকে দারুণ কিছু পেতে পারে টাইগার ভক্তরা। তবে পিএসএলের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে তামিম বলেন, ‘এটা ভিন্ন ভেন্যু ও ফরম্যাটে ছিল। ওটা সম্ভবত তাদের শীতের সময়। আবহাওয়া দারুণ এবং ২০ ওভারের ফরম্যাট ছিল। এবার গরমটা আমাদের জন্য বড় ফ্যাক্টর হবে। গরমকে সামলানোর জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে।’
টস জিতলে আগে কিসের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। তামিমের কাছে এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে বাঁহাতি এ ব্যাটসম্যান বলেন, ‘এটা নির্ভর করবে আমরা যে উইকেটে খেলবে তার উপরের অংশের ধরনের ওপর। ভালো ব্যাটিং উইকেট হলে আমরা আগে ব্যাটি করতে চাইবো। উইকেট পর্যবেক্ষণের পরই কেবল আমি এ সম্পর্কে বলতে পারবো।’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিম

৪ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন