Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুইটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করলো ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৮:২০ পিএম

সফলভাবে দুইটি ব্রিটিশ স্যাটেলাইট উৎক্ষেপন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। রবিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৮ মিনিটের দিকে সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘নোভা এসএআর ’ও ‘এস ১–৪’ নামের দুইটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি) সিরিজের ‘সি৪২’ রকেটে করে মহাকাশে পাঠানো হয়েছে ব্রিটেনের দু’টি স্যাটেলাইট। দু’টির মোট ওজন ৮৮৯ কিলোগ্রাম।
এই ধরনের স্যাটেলাইটের সাহায্যে বন থেকে শুরু করে বন্যা এবং বিপর্যয়ের বিস্তারিত অবস্থা জানা যায়। এটি নির্মাণ করেছে ব্রিটেনের সংস্থা সারি টেকনলজিস লিমিটেড। এই মিশনটিকে বাস্তবায়নের জন্য ব্রিটেনের সংস্থার সঙ্গে চুক্তি করেছিল ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স করপোরেশন। সূত্রঃ টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ