Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ত্রিনবাগোর তৃতীয় শিরোপা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

টুর্নামেন্টের শুরু থেকেই ফেবারিটের মতো খেলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনাল ম্যাচেও বজায় থাকলো সে ধারা। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো সিপিএল শিরোপা জিতে নিয়েছে ত্রিনবাগো। ঘরের মাঠ ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ত্রিনবাগো। খ্যারি পিয়েরে ও ডুয়াইন ব্রাভোর নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় গায়ানা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো।
আগে ব্যাট করতে নামা গায়ানার পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন লুক রঞ্চি। ৬ চার ও ১ ছক্কার মারে ৩৫ বল থেকে এ রান করেন তিনি। এছাড়া জেসন মোহাম্মদ ২৪ ও শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে ১৫ রান। ত্রিনবাগোর পক্ষে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন পিয়েরে, ডুয়াইন ব্রাভো নেন ২টি উইকেট। রান তাড়া করতে নেমে কলিন মুনরোর ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় আগেই দুইবার সিপিএল শিরোপা জেতা ত্রিনবাগো। অপরাজিত ইনিংসে ৬ চার ও ৩ ছক্কার মারে ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন মুনরো। এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ৫ চার ও ২ ছক্কার মারে ২৪ বলে ৩৯ রান করেন। মাত্র ১৭.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরোপা

১৬ অক্টোবর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ