Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বাংলাদেশে অস্ট্রেলীয়সহ পশ্চিমাদের ওপর সন্ত্রাসী হামলার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে : অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন করে জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ত্রাসী হামলার হুমকি ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে অস্ট্রেলীয়দের সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে নিজের নিরাপত্তার জন্য সজাগ থাকতে হবে।
বার্তায় আরো বলা হয়েছে, বাংলাদেশে অস্ট্রেলীয়সহ পশ্চিমা নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা ও হুমকির বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত বেশ কয়েকটি হত্যার ঘটনায় জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করেছে। এ অবস্থায় অস্ট্রেলীয় কর্মকর্তাদের গাড়িতে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশে অস্ট্রেলীয়সহ পশ্চিমাদের ওপর সন্ত্রাসী হামলার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে : অস্ট্রেলিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ