Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোনো গণহত্যাকারীকে ছাড় দেবে না তুরস্ক

বাকু শহর মুক্ত করতে প্রাণদানকারীদের স্মরণ করছি : এরদোগান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১২:২৫ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আর্মেনিয়ার সাথে তুরস্কের সম্পর্ক তখনই সচল হবে যখন দেশটির কারাবাখা অঞ্চল নিয়ে দু-দেশের মধ্যকার সমস্যার সমাধান হবে। আঙ্কারা প্রতিবেশীদের জন্য ততক্ষণ অবধি সীমান্ত খুলে দেবে না যতক্ষণ না পর্যন্ত আর্মেনিয়া আজেরি অঞ্চলে তার কর্তৃত্ব ত্যাগ না করে। আজারবাইজানের বাকু শহরকে ইসলামিক সেনাদের দ্বারা মুক্ত করার ১০০ বছর পূর্তি উপলক্ষে দেয়া এক ভাষণে এরদোগান এসব কথা বলেন। এরদোগান এসময় ১৯৯২ সালে ঘটে যাওয়া খোজলেই গণহত্যার কথা স্মরণ করেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এরদোগান বলেছেন, আমরা একসাথে বাকু শহরের স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা তাদের স্মরণ করছি যারা শহরটিকে মুক্ত করার জন্য তাদের প্রাণ বিলিয়ে দিয়েছিল। আমরা বাকু শহরের জন্য জীবন উৎসর্গকারী ১,১৩২ জন স্বাধীনতাকামীর আত্মার মাগফেরাত কামনা করি। ইসলামিক সেনাদের দ্বারা বাকু শহর মুক্ত হওয়ার আজকের এই দিনের মত তুরস্ক এবং আজারবাইজান একই সূত্রে গাঁথা হয়ে থাকবে। এই দুই দেশ মূলত এই অর্থ বহন করবে যার মানে দাঁড়ায় ‘দুই রাষ্ট্র কিন্তু এক জাতি’। ১৯৯২ সালের সংঘটিত ওই গণহত্যায় ১০০ জনেরও অধিক আজারবাইজানী নাগরিক নিহত হয়েছিল। এরদোগান বলেন, যারা আজারবাইজানের ২০ শতাংশ ভূমি দখল করে রেখেছে এবং ১ মিলিয়নেরও অধিক আজারবাইজানী নাগরিককে তাদের ভূমিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে, তাদের এটা আশা করা উচিত নয় যে, তুরস্ক তাদের জন্য সীমান্ত খুলে দেবে। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে কয়েক দশক ধরে কারাবাখা অঞ্চল নিয়ে বিরোধ বিদ্যমান। ১৯৯১ সালে কারাবাখা অঞ্চল আর্মেনিয়ার সেনাদের দ্বারা আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অঞ্চলটিতে শান্তি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। ১৯৯২ সালে আর্মেনিয়ার সৈন্যরা কারাবাখা অঞ্চলের খোজালেই নামক শহর দখল করে নেয়। আজারবাইজানের এক হিসেব অনুযায়ী সেসময় অন্তত ৬১৩ জন আজারবাইজানী নাগরিককে হত্যা করা হয় যাদের মধ্যে ১১৬ জন নারী ছিল। এমনকি ১৫০ আজারবাইজানীকে গ্রেপ্তার করা হয়েছিল যাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হুরিয়েত ডেইলি নিউজ।



 

Show all comments
  • জাবেদ ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৩:২৯ এএম says : 0
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ