Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

নৃত্যাঞ্চলের তিন দিনব্যাপী নৃত্য উৎসব

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ-শামীম আরা নীপা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল আয়োজন করেছে তিন দিনের নৃত্য উৎসব। শিল্পকলা একাডেমিতে ২৭ এপ্রিল শুরু হয়ে এ উৎসব চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। এ আয়োজনে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি। প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় দর্শক দেখতে পাবেন নির্ধারিত পরিবেশনা। উৎসবের প্রথমদিন থাকছে শিবলী মোহাম্মদের পরিচালনায় কত্থকনৃত্য। অংশ নেবেন নীপা ও নৃত্যাঞ্চলের শিল্পীরা। আলী বাবা চল্লিশ চোর অবলম্বনে নৃত্যনাট্য বাঁদী বান্দার রূপকথা থাকবে দ্বিতীয় দিনে। নৃত্যাঞ্চল ও সৃষ্টি কালচারাল সেন্টারের সহযোগিতায় পরিবেশন করা হবে নৃত্যনাট্যটি। পরিচালনা করবেন সুকল্যাণ ভট্টাচার্য্য। উৎসবের তৃতীয় দিন পরিবেশন করা হবে সুবিধা-বঞ্চিত ও বিশেষ শিশুদের জন্য নৃত্যানুষ্ঠান নন্দনমঞ্চ। ফ্যাশন হাউস রঙের উত্তরা, বনানী, বেইলী রোড ও ধানমন্ডি আউটলেট থেকে টিকিট সংগ্রহ করে দর্শক উপভোগ করতে পারবেন নৃত্যাঞ্চলের পরিবেশনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৃত্যাঞ্চলের তিন দিনব্যাপী নৃত্য উৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ