Inqilab Logo

ঢাকা, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮, ০২ পৌষ ১৪২৫, ৮ রবিউস সানী ১৪৪০ হিজরী

ঈশ্বরগঞ্জে অটোবাইক চাপায় এক শিশু নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৩৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। বুধ বার সকাল ১০টায় ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামের শফিকুল ইসলামের ৫বছরের শিশুকন্যা সানিয়া আক্তার ইসলামীক ফাউন্ডেশনের পস্তারী হাফিজিয়া মাদ্রার প্রাক প্রাথমিক কেন্দ্রর ছাত্রী। সকালে ১০টায় মাদ্রায় কেন্দ্রে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ-নওশতি সকড় পার হওয়ার সময় একটি অটোবাইক শিশুটিকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। পরে পথচারীরা শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে শিশু সানিয়া আক্তারের মা শেফালী জানান, সকালে নাস্তার করে মেয়েকে মাদ্রাসায় যাওয়ার জন্যে তিনি প্রস্তুত করে দেন। একটু পরেই প্রতিবেশীরা মেয়ের দুর্ঘটনার কথা জানান। পরে তিনি হাসপাতালে ছুটে আসেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা জানান, শিশুটির লাশ থানায় আনা হয়েছে। অটোবাইকটি আটক করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর
এ বিভাগের অন্যান্য সংবাদ